ক্রাইম রিপোর্ট

আলোচিত তোফাজ্জল হত্যা ও ভাংচুর মামলা ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার

  বার্তা বিভাগ ১৮ এপ্রিল ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে আলোচিত তোফাজ্জল হত্যা ও বিএনপি’র দলীয় অফিস ভাংচুর মামলার তিন আসামী সহ পাঁচজনকে গ্রেফতার। ওই অভিযানে অবৈধ ভারতীয় মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনী ভালুকা ক্যাম্পের সদস্যরা উপজেলার মাস্টারবাড়ী ও পাশ^বর্তী শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা ও ভাংচুর মামলা চলমান থাকায় তাদেরকে ভালুকা শ্রীপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় বারো বোতল ভারতীয় মদ ও নগদ চব্বিশত টাকা উদ্ধার করা হয়েছে। আর্মি ক্যাম্পের সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিরা দলীয়ভাবে আসন্ন ডিসেম্বর-জুন মাসের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর গ্রামের মোঃ আজাহার শিকদারের ছেলে ৩নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ শিকদার (৩৫), হবিরবাড়ী সিডস্টোর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মোঃ মোর্শেদ ওরফে পিস্তল মোর্শেদ (২৮), উপজেলার হবিরবাড়ী সিডস্টোর এলাকার কালা মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (২৮), উপজেলার হবিরবাড়ী পাড়াগাঁওয়ের মৃত হেলাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, উপজেলার হবিরবাড়ী গ্রামের মোঃ আহমদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন।

এ বিষয়ে ভালুকা আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়, পরে তিনজনকে ভালুকায় ও দুইজনকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, গ্রেফতারকৃত তিনজন এর মধ্যে দুইজন আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামী এবং বিএনপি’র দলীয় অফিস ভাংচুর মামলার আসামী একজন । গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর:

Sponsered content