সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত, আহত তিন

  বার্তা বিভাগ ১৮ এপ্রিল ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া ও রোকেয়া আক্তার নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন সিএনজির আরও তিন যাত্রী। ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে দশটায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার নন্দীবাড়ী এলাকায় গোয়ারী দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন উপজেলার পূর্ব ভালুকা আজগর আলীর ছেলে লাল মিয়া (৩২) এবং একই এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চারজন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) কে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮) মারা যান। অন্য তিনজন ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত ভালুকা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড এলাকার তইমুদ্দীন স্ত্রী জোসনা আক্তার (৬৫) ও পূর্ব ভালুকা এলাকার লাল মিয়া স্ত্রী তাসলিমা (৩৫) ও পাগলা থানার স্কুলের বাজার এলাকার সিএনজি চালক রোমানকে (৪৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষের খবর পেয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের লাশ ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর:

Sponsered content