বার্তা বিভাগ ৩০ মার্চ ২০২৫ , ৩:১০ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ বষম্য বিরাধী ছাত্র-জনতার আদালন শহীদ হওয়া তাফাজ্জল হাসন হত্যা মামলা নিয় মিথ্যাচারর প্রতিবাদ শনিবার (২৯ মার্চ) ভালুকার সিডস্টার বাজার এক সংবাদ সম্মলনর আয়াজন করা হয়। সংবাদ সম্মলন লিখিত বক্তব্য পাঠ করন মামলার বাদী ও যুবদল কর্মী মাহাম্মদ শরিফ।
সংবাদ সম্মলন মাহাম্মদ শরিফ দাবি করন, গত বছরর ৪ আগস্ট সন্ধ্যায় ভালুকার হবিরবাড়ি এলাকায় বষম্য বিরাধী ছাত্র-জনতার এক শাÍিপূর্ণ মিছিল হামলা চালায় আ’লীগ, সহযাগী ও অঙ্গ সংগঠনর নতাকর্মীরা। এ হামলায় তাফাজ্জল হাসন গুরুতর আহত হন এবং ঘটনাস্লই তিনি মারা যান। তব, নিহতর পরিবার হতদরিদ্র হওয়ায় ও ভয় মামলা করত পারনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসব গত ২১ মার্চ তিনি নিজই ভালুকা মডল থানায় হত্যা মামলা দায়র করছন (মামলা নম্বর ৩৬/২০২৫)।
সংবাদ সম্মলন মাহাম্মদ শরিফ অভিযাগ করন, ২৭ মার্চ ঢাকায় বাংলাদশ ক্রাইম রিপার্টার্স অ্যাসাসিয়শন মিলনায়তন আয়াজিত এক সংবাদ সম্মলন আ’লীগ নতা হাজী রফিকুল ইসলামর ভাগিনা ও যুবলীগ নতা মাঃ আবু সাঈদ সরকার বিএনপির স্ানীয় নতাদর বিরুদ্ধ মিথ্যাচার করছন। মিথ্যা প্রচারণায় বিএনপির ভালুকা উপজলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মাহাম্মদ মারশদ আলম ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহাম্মদ শহিদুল ইসলামর নামও জড়ানা হয়ছ বল তিনি দাবি করন। প্রকতপক্ষ এসবর সাথ বিএনপির কান নতা জড়িত নয়।
শরিফ বলন, রাজনতিক প্রতিপক্ষক হয় করত এবং প্রকত দাষীদর আড়াল করতই এ ধরনর অপপ্রচার চালানা হছ। তিনি আরা জানান, মিথ্যাচারর সমস্ত প্রমাণ তার কাছ রয়ছ এবং প্রকত ঘটনা জনগণর সামন তুল ধরত সাংবাদিকদর সহযাগিতা কামনা করন।