জাতীয়

সম্পাদকীয়

  বার্তা বিভাগ ২৬ আগস্ট ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

সত্য, ন্যায় নিষ্টা বিবেকবান সম্পন্ন কথা বলার অন্যতম মাধ্যম হলো পত্রিকা। দীর্ঘদিন থেকে দেখে আসছি কোন কোন সময় কোন কোন কলামিস্ট/সাহিত্যিক/রাজনীতিবিদ অত্যন্ত সুন্দর লিখা লিখে থাকেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশ ও হয়। তারপর কিছু দিন পর দেখি সেই পত্রিকা ও প্রকাশ হয় না বা সেই লেখক, কলামিস্ট ও লিখেন না। কোন কোন সময় সরকার ও সরকারের আইনের পরিপন্থী বলে অনেক লিখা, সত্য ন্যায় খবর প্রকাশ করতে দেন না। বিভিন্ন বাধ্য বাধকতা থেকেই যায়।

আগষ্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করেছে। আমরা আমাদের সত্য, ন্যায় কথা, ইসলামিক রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, গঠনমূলক সমালোচনা সহ সমসাময়িক ঘঠনা গুলো তুলে ধরার জন্য একটি পত্রিকা প্রকাশের প্রয়োজন অনুভব করছি। সেই থেকে আমার প্রস্তাবিত “দৈনিক বাংলার নিউজ ” নামটি গুগল থেকে রেজিষ্ট্রেশন করেছি এবং এই পত্রিকাটি চালু করেছি। অচিরেই আমি সরকারী নিয়মনীতি অনুসরণ করে তথ্য মন্ত্রণালয়ের রুলস মেনেই ডিসি অফিস, ঢাকা জেলাতে রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করবো ইনশাআল্লাহ।

আমি আশাকরি দেশী প্রবাসী সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক গঠনমূলক সমালোচক যারা আছেন, তারা “দৈনিক বাংলার নিউজ ” পত্রিকাতে আপনাদের সংবাদ, কলাম, কবিতা, প্রবন্ধ সহ রাজনৈতিক গঠনমূলক আলোচনা তুলে ধরে বাংলার আপামর জনসাধারনকে অতীত ইতিহাস, বর্তমান চলার পাথেয় এবং ভবিষ্যতের সুন্দর জীবন গঠন করার অনুপ্রেরণা মূলক লেখাগুলো পাঠাবেন। আমরা অত্যন্ত দক্ষতা, এবং আন্তরিকতার সাথে আপনার লেখাগুলো প্রকাশ করবো ইনশাআল্লাহ।

আপনারই ভাইবোন, বাবা মা, ছোট্ট সোনা মনিরা যেন আপনার এই লেখা থেকেই ভবিষ্যতে ভালো ভাবে চলার অনুপ্রেরণা পায়।

এমন একটা সময় আসবে যখন আমি আপনি কেউই এই নশ্বর পৃথিবীতে থাকবোনা। আমাদের এই লেখা গুলো থেকে যাবে। ইতিহাস হয়ে রইবে। আপনার এই লেখাগুলো পরবর্তী জীবনে অনেকের নিকট অনুপ্রেরণা হয়ে রইবে। আপনি আমি বেঁচে থাকবো তাদের অন্তরে আমাদের সুন্দর গঠনমূলক লেখার মাধ্যমে।

তাই আসুন সুন্দর ভবিষ্যত গড়ার জন্য আমরা লিখে যাই আগামী প্রজন্মের জন্য। সঠিক ইতিহাস তুলে ধরি।যাতে সোনার বাংলার জনগন সোনার বাংলার সঠিক ইতিহাস জানতে পারে। আপনার আমার লিখার মাধ্যমেই ছড়িয়ে যাক সঠিক ইতিহাস সকল প্রজন্মের নিকট।

ধন্যবাদ
দেশের এবং প্রবাসের সবাইকে
মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
প্রধান সম্পাদক ও প্রকাশক
দৈনিক বাংলার নিউজ,
ঢাকা, বাংলাদেশ।

আরও খবর:

Sponsered content