বার্তা বিভাগ ১৮ এপ্রিল ২০২৫ , ৫:৩০ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও র্যালি করেছে দারুণনাজাত মডেল মাদরাসা ভালুকা শাখা।
বুধবার (১৬ এপ্রিল) সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেজরভিটা মোড় ও গফরগাঁও সড়ক হয়ে ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘটে। কর্মসূচিতে মাদরাসার শিক্ষক ও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েল যে নির্মম দমন-পীড়ন চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। বক্তারা বিশ্ব মুসলিম সমাজসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জন এবং মুসলিম ঐক্যের ডাক দেন।