ক্রাইম রিপোর্ট

বেনাপোল বিজিবি’র অভিযানে মাদকসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

  বার্তা বিভাগ ১৬ এপ্রিল ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শত টাকা মূল্যের বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার ১৫ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোলের আমাড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরা চালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছ।

আরও খবর:

Sponsered content