ক্রাইম রিপোর্ট

ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর।

  বার্তা বিভাগ ১১ এপ্রিল ২০২৫ , ৬:৩৫ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

Oplus_16908288

বেনাপোল থেকে এনামুলহকঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হওয়া ছয় বাংলাদেশি নারীকে পাঁচ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন—আনজু খাতুন, রাশিদা বেগম, ইয়াসমিন খাতুন, রজিনা পারভিন, তাছলিমা খাতুন ও শারমিন আক্তার। তারা যশোর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের আইনি সহায়তা প্রদান ও পুনর্বাসনের উদ্যোগ নেবে।

সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন জানান, এই নারীরা ভালো কাজের আশায় দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। আদালতের মাধ্যমে তাদের ‘কাজবুজি জিআইসি সেল্টারহোম’ নামক মানবাধিকার সংস্থা উদ্ধার করে আশ্রয় দেয়। পরে দুই দেশের অনুমোদিত বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।

আরও খবর:

Sponsered content