সাহিত্য

দেশাত্ববোধক সংগীত

  বার্তা বিভাগ ৬ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক

আমার বাংলাদেশের মাটি
আমি জীবন দিয়ে ভালোবাসি
এসো তোমরা সবাই মিলে হয়ে
যাই একেবারেই খাঁটি
আমার বাংলাদেশের মাটি। ২

আমার দেশের মাটিরে ভাই
সোনার চাইতে খাঁটি
এক সাগর রক্তের বিনিময়ে
করেছি পরিপাটি
আমার বাংলাদেশের মাটি। ২

দেশটা আমাদের স্বাধীন হলো
পেলাম সোনার মাটি,
ক্ষমতা যারা পায় তাদের কপালে
জুটে সোনার বাটি
আমার বাংলাদেশের মাটি। ২

তেল গ্যাস আর হীরার খনিতে
দেশটা আছে ছেয়ে,
এমন সোনার ছেলে কবে হবে
তুলবে নেচে গেয়ে
আমার বাংলাদেশের মাটি। ২

শাসক আর শেষিত থাকবেনা
থাকবে সোনার মাটি,
দুহাতে ফসল তুলবে আর
ভরবে ঘটি বাটি
আমার বাংলাদেশের মাটি। ২

অত্যাচারী রাজা চাইনা তাদের
দেখেছি জীবন ভর,
এমন রাজা চাই যে আমরা
হবে প্রজা বৎসল
আমার বাংলাদেশের মাটি। ২