ক্রাইম রিপোর্ট

ছয় ভারতীয় পাসপোর্ট ধারী ভ্রমনকর জালিয়াতির অভিযোগে আটক।।

  বার্তা বিভাগ ১০ মার্চ ২০২৫ , ৪:৫৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

Oplus_131072

বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল স্থল বন্দরে ভ্রমণ কর জালিয়াতির
অভিযোগে আটক হয়েছেন ভারতীয় ছয় পাসপোর্টধারী। তবে পরবর্তীতে আর এ ধরনের অপরাধ করবেন না- এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানার পুলিশ ছয়জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে। পরে অভিযুক্তরা শাস্তি হিসেবে দ্বিগুণ হারে ভ্রমণ কর (প্রত্যেকে দুই হাজার টাকা) দিয়ে ছাড়া পান।

তারা হলেন কলকাতার আহম্মেদ মুসাইন, সগির হোসেন, জিন্নাত খাতুন, রেশমা খাতুন, নুদরাত আরা ও পারভিন শাহিন।অভিযুক্তরা জানান, তারা ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করেন। গতকাল বুধবার তারা আকাশপথে বাংলাদেশে এসেছিলেন। আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরছিলেন। ভ্রমণ করের জাল রসিদ তাদের কলকাতা থেকে একজন পাঠিয়েছেন। সীমান্ত পার হওয়ার সময় কাস্টম রসিদ পরীক্ষা করলে তারা ধরা পড়েন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, পুলিশ চেকপোস্টে নিয়মিত টহলের সময় সন্দেহ হলে ওই পাসপোর্টধারীদের নিয়ে কাস্টমসে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা করে ভ্রমণ করের রসিদগুলো জাল বলে নিশ্চিত করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীদের নতুন করে কর কেটে ভারতে পাঠায়।

এদিকে স্থল বন্দর সূত্রে জানা গেছে, পাসপোর্টধারীদের ভ্রমণ করের রসিদ সঠিক কি না তা পরীক্ষার জন্য বেনাপোল চেকপোস্ট কাস্টমসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দিষ্ট কারও তদারকি নেই। ফলে প্রায়ই ঘটছে কর ফাঁকির ঘটনা। এ ছাড়া অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। ইতঃপূর্বেও একাধিকবার কর ফাঁকির অভিযোগে ভারতীয় কয়েকজনকে আটক করা হয়েছিল। তবে তাঁদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক মো. সজিব নাজির বলেন, ‘বেনাপোল চেকপোস্টে ভ্রমণ কর জালিয়াতির একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এ ধরনের একটি গোপন সংবাদ আমাদের কাছে আছে। বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ বলেন, ভ্রমণকর জালিয়াতি চক্র ধরা পড়লেও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না।

আরও খবর:

Sponsered content