বার্তা বিভাগ ৪ মার্চ ২০২৫ , ৭:১০ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ সমাজের মাঝে ঘটে যাওয়া নানা রকম অন্যায়,অবিচার অসঙ্গতি, দূর্নিতি, অনিময়, দখলবাসী, চঁদাবাজী, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সত্য প্রকাশে সব সময় এগিয়ে বিউটিফুল ভালুকা সেই হিসেবে সকল শ্রেনী পেশার মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেইজ Beautiful Bhaluka (বিউটিফুল ভালুকা)।
জানাযায়, প্রায় ৫বছর পূর্বে অজ্ঞাত পরিচয়ে প্রবাসী এক ব্যাক্তি Beautiful Bhaluka (বিউটিফুল ভালুকা) নামের একটি ফেসবুক পেইজ খুলে ভালুকার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, নানা রকম অন্যায়, অসঙ্গতি, দূর্নিতি, অনিময়, দখলবাসী, চঁদাবাজী, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সত্য প্রকাশে অপ্রতিরুদ্ধ ভূমিকা পালন করে যাচ্ছে পেইজটি। ইতোমধ্যে এই ফেসবুক পেইজের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এই পেইজের ফলোয়ার্স সংখ্যা ৭৫ হাজার। Beautiful Bhaluka (বিউটিফুল ভালুকা) স্থানীয় অপরাধীদের জন্য এক অতঙ্কের নাম। এই পেইজের সাথে গ্রাম গঞ্জের শত শত তরুণ যুবক তাদের এলাকার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, নানা রকম অন্যায়, অসঙ্গতি, দূর্নিতি, অনিময়, দখলবাসী, চঁদাবাজী, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তথ্য প্রদান করে। সেই সত্য Beautiful Bhaluka (বিউটিফুল ভালুকা) কর্তৃপক্ষ তাদের প্রতিনিধিদের মাধ্যমে সত্যতা যাচাই করে পেইজে প্রকাশ করে। মানবিক নানান কাজও করে থাকে এই পেইজটি। যেমন কোন অসহায় মানুষের কোন প্রয়োজন মিটাতে সহায়তা করে থাকে। হারিয়ে যাওয়া মানুষের খোঁজ করতে সহায়তা করে। অপরদিকে ছদ্দবেশী ভন্ড ও প্রতারকের মুখশও উন্মোচন করে থাকে এই পেইজ।
সম্প্রতি Beautiful Bhaluka (বিউটিফুল ভালুকা) পেইজ থেকে একটি পোষ্ট করা হয় ‘সত্য প্রকাশে অপ্রতিরুদ্ধ বিউটিফুল ভালুকা, আপনাদের মন্তব্য জানতে চাই’ সেই পোস্টে অসংখ্য লাইক ও কমেন্টস করে বিউটিফুল ভালুকা পেইজের প্রশংসা করেন। এবং সত্য প্রকাশে অবিচল থাকার জন্য সকলেই উৎসাহ প্রদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিউটিফুল ভালুকা পেইজের এডমিন বলেন, আমরা ভালুকার মানুষের কল্যাণে কাজ করি। ভালুকার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, নানা রকম অন্যায়, অসঙ্গতি, দূর্নিতি, অনিময়, দখলবাসী, চঁদাবাজী, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সত্য প্রকাশে আমরা নিরলশ পরিশ্রম করে যাচ্ছি। সামাজিক কারণে বা মামলা হামলার ভয়ে ক্ষমতাবান ব্যাক্তিদের বিরুদ্ধে সত্য প্রকাশ করতে স্থানীয় সাংবাদিকরা ভয় পায়। কিন্তু আমরা সকল রক্তচুক্ষ উপেক্ষা করে সত্য প্রকাশ করি। সে যেই হোকনা কেন অপরাধীদের আমরা কোন প্রকার ছাড় দিবোনা। আমরা চাই শান্তিপূর্ণ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত স্বনির্ভর ভালুকা। সেখানে সবাই মিলে মিশে চলবে। কোন মারামারি হানাহানি থাকবেনা। আমরা সকলের আন্তরিক সহযোগীতা কামনা করি।