বার্তা বিভাগ ২০ নভেম্বর ২০২৪ , ৫:৩৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক
সুখ নামের সোনার হরিণ
পেতে যদি চাও,
অল্পে তুষ্টি আর স্বল্প খাবার
তুমি বেছে নাও।
ন্যায়ের পথে চলবে তোমরা
অন্যায় ছেড়ে দিয়ে,
মনটা সর্বদা সতেজ থাকবে
চলবে নেচে গেয়ে।
গুরু বাক্য অমিয় ধারা অন্তরে
রাখবে সারাক্ষণ,
সারাজীবন সাধন করে তোমার
হয় যেন মরন।
এই প্রতিজ্ঞা কর যদি দেখবে
অন্তরে ফুল ফুটে,
খোদার তরফ হতে অমিয় বানী
কেমনে কপালে জুটে।
আল্লাহর রজ্জু টাকে শক্ত করে
যদি ধরতে পারো,
এই ধরাতেই দেখবে তোমার
হবে পোয়া বারো।
আতরের দোকানের সামনে গেলে
নাকে লাগে সুগন্ধ,
তোমায় যদি দেখে লাগিবেে না
মনেে কাহারো দ্বন্দ্ব।
সুখে তোমার জীবন কাটবে
গরীবানা হালে,
দেখবে সোনার পরশ লাগবে
তোমার দেহ পালে।