রাজনীতি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি অনুমোদন । 

  বার্তা বিভাগ ২৭ নভেম্বর ২০২৪ , ৩:৩৪ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে অফিসিয়াল ফেসবুক পেইজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

যশোর জেলায় সংগঠনের নয়া সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ১০১ জনের এই জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রাশেদ খানকে এবং সদস্যসচিব করা হয়েছে জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে।

এ ছাড়াও কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন– আব্দুল্লাহ আল-মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, বিএম আকাশ, সাদেকা শাহানী উর্মী, সাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, রেজওয়ান রনি, আহমদ হাকিম, মোহাম্মদ ফরিদ হাসান, দেবব্রত দাস। যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা, সাঈদ শান, সাদমান বিন কবির, সামিউল ইসলাম শিমুল, রেজওয়ান হোসেন আকাশ, মারুফ হাসান, সাগর আহমেদ হৃদয়, আসলাম উদ্দিন রবিন, জান্নাতুল ফাতেমা অনন্যা, এসএম দেলেনুর কবির। সংগঠক হয়েছেন– রুদ্র ব্যানার্জী, জুনায়েদ বিন জামান, জাহিদ হাসান, নয়ন আহমেদ, মোহাম্মদ সোয়েব আক্তার, তানভীর সংগ্রাম, মেজবাউর রহমান রামিম, ইব্রাহিম খলিল।

এবং  ৪৮ জনকে সদস্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও খবর:

Sponsered content