বার্তা বিভাগ ১৭ নভেম্বর ২০২৪ , ২:১৫ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক
অনেক বড় আশা নিয়ে
ছিলাম আমি বসে,
এই বুঝি স্বাধীন বাঙলা
পেলাম অবশেষে।
এখন থেকে স্বাধীন ভাবে
করবো সকল কাজ,
ভুল করিলেই সমালোচনা
হবে কাল সাঝ।
এমন একজন নেতা হবে
মোদের বাংলাদেশে,
সাহস নিয়ে করবে কাজ
যতই যাকনা ফেঁসে।
ডর ভয় থাকবেনা তার শুধু
কাজকে ভালো বাসে,
সঠিক ছাড়া বেঠিকের সে
হিসাব নাহি কষে।
শিষ্টের শাসন আর দুষ্টের
দমন নিয়ে সে ভাবে,
ধীরে ধীরে সকল সেক্টর
ভালো হয়ে যাবে।
কোথায় গেলে পাবো তারে
কোথায় ঠিকানা,
উপদেষ্টাদের নিয়ে দেখি
মনতো মানে না।
দিনে দিনে সময় যাচ্ছে আর
উপদেষ্টা বাড়ে,
আসল কাজের বেলায় দেখি
শুধু নাড়ে চাড়ে।
শিক্ষা সেক্টর সুন্দর করো
অফিস টাতে বসে,
দেখবে একদিন যোগ্য নেতা
কেমনে দেশে আসে।