সারাদেশ

টঙ্গিবাড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

  বার্তা বিভাগ ৩০ মার্চ ২০২৫ , ৩:৩৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

ফাহাদ মোল্লা
টঙ্গিবাড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) উপজেলার মডেল মসজিদ হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। টঙ্গিবাড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম শেখের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সালাউদ্দিন আল আজাদ, টিটু চৌধুরী, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক ব. ম শামীম, ফিরুজ আলম বিপ্লব, আবু বাক্কার মাঝি, শেখ সোহাগ, আপন সরদার, মো. মাসুম, অনিক শেখ, রহমতুল্লাহ দেওয়ান, মো. নাছির, হোসেন হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ হোসেন সেন্টু, টঙ্গিবাড়ী মডেল মসজিদের সহকারি ইমাম মাওলানা জসীমউদ্দীন, টঙ্গিবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শাহীন শেখ সহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন টঙ্গিবাড়ী মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান।

আরও খবর:

Sponsered content

আরও খবর:ঢাকা

টঙ্গীবাড়ী তে ধলেশ্বরী নদীতে মরদেহ উদ্ধার

মানুষের জন্য কাজ করতে পারাটা সৌভাগ্যের- অধ্যাপক কামরুন নাহার হারুন

টঙ্গিবাড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গভ. হরগঙ্গা কলেজের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে গঠনতন্ত্রের (১০) ১ ধারা মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিল গত ১৭ মার্চ ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য মহসীন আহমেদ স্বপন। কো-অফট কাউন্সিলে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন কো-চেয়ারম্যান হৃদয় চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ জামান ভূঁইয়া, এম এ সাত্তার মজনু, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু মুসা, আইন বিষয়ক সম্পাদক, সরদার মোঃ শাহ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাফর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সেকান্দর আলী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা। প্রকাশ থাকে যে, গত ২০২৩ সালের ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আরজেএফ’র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিলে নির্বাচিতদের মেয়াদ যথা সময়েই সমাপ্ত হবে।

প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিলেন সৌদি আরবে আটককৃত ১২জন রেমিট্যান্স যোদ্ধা ভিকটিম পরিবার