সারাদেশ

ভালুকা সড়ক দুর্ঘটনায় নিহত ১

  বার্তা বিভাগ ৩০ মার্চ ২০২৫ , ৩:১৩ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷ আহত একাধিক।

রবিবার সকালে উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই সড়ক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ গামী লেনে চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনিবাস একটি মাহিন্দ্রা ট্রাক ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটিতে লাগে। মিনিবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় একজন অজ্ঞাত বৃদ্ধ নারী নিহত হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে উদ্ধার কাজ করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আরও খবর:

Sponsered content