বার্তা বিভাগ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:০২ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকাগামী বেপরোয়া দ্রুতগতির একটি প্রাইভেট কার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। নিহত ব্যক্তি ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে শরিফুল (৪৭)। এছাড়াও অটোরিকশার ১ যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রী পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকা গামী একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দিলে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়। এসময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় প্রাইভেট কার রেখে প্রাইভেট কার চালক পালিয়ে গেছে। প্রাইভেট কার আটক করা হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেট কার আটক করা হয়েছে।