রাজনীতি

বিএনপির তিন জেলার আহ্বায়ক কমিটি গঠন, পদ পেলেন যারা।

  বার্তা বিভাগ ১৪ ডিসেম্বর ২০২৪ , ১:০৪ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নাম-পদবীর তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরুজ্জামান মন্টু আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্যসচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পাশাপাশি মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন কে আহ্বায়ক ও কামরুল ইসলাম সদস্যসচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম ও সদস্যসচিব আবু হোসেন বাবু।

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মোহাম্মদ রয়েছেন। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন কামরুল ইসলাম, সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন।

আরও খবর:

Sponsered content