সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ

  বার্তা বিভাগ ১১ এপ্রিল ২০২৫ , ৬:৪৭ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ইমাম উলামা পরিষদ ভালুকার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, আলেম, শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মুসল্লি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল দিনের পর দিন ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর যেভাবে নির্বিচারে বোমা বর্ষণ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতা ও সভ্যতার জন্য কলঙ্ক।” তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “এটা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, বরং গোটা মানবজাতির অস্তিত্বের প্রশ্ন।” একইসঙ্গে তারা মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলমানদের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিক্ষোভে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও খবর:

Sponsered content