জাতীয়

ভাষা আন্দোলন পরিষদ এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। জাতীয় ভাষানীতি ঘোষণা ও বাস্তবায়ন আন্দোলনের ঘোষণা।

  বার্তা বিভাগ ১ মার্চ ২০২৫ , ৪:০৬ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

ভাষা সৈনিক সাহেরা বানুর সন্তান হাসিনা আফরিন এর উদ্বোধনে পালিত হলো ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠিত হয়ে গেলো; ভাষার মাস ফেব্রুয়ারীর শেষ দিন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলহাজ্ব আইন উদ্দিন সরকার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ভাষা আন্দোলন পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আতিকুল ইসলাম এর সভাপতিত্বে ও দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর ম্যানেজিং ডিরেক্টর, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আহসান হাবীব এর সঞ্চালনায় ভাষা আন্দোলন পরিষদ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। বেলা ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত জাতীয় ভাষানীতি ঘোষণা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা ও গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানটি সালাতের বিরতি দিয়ে একটানা চলে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাষা আন্দোলন পরিষদ এর উপদেষ্টা মোঃ দুলাল মিয়া; চেয়ারম্যান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। উপদেষ্টা জুলীয়াস চৌধুরী; সম্পাদক, এনএনবি সংবাদ সংস্থা।

অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শওকত হোসেন বাবু; সাংগঠনিক সম্পাদক, বাসন থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব রিংকু; সভাপতি, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব। ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মুসলিম উদ্দিন বাচ্চু। জনতার দলিল পত্রিকার সম্পাদক দেলোয়ার হোসেন।

সংগঠনের উপদেষ্টা ও আজকের অনুষ্ঠানের উপদেষ্টা দেলোয়ার হোসেন তার আলোচনায় তুলে ধরেন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি। তিনি বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের জন্য জাতীয় ভাষা নীতি ঘোষণা ও বাস্তবায়ন হওয়া দরকার তাহলে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন হবে। তিনি আরও বলেন শহীদ দিবস হতে পারে না ভাষা আন্দোলন দিবস হওয়ার কথা।

উপদেষ্টা দুলাল মিয়া বলেন জাতীয় ভাষানীতি ঘোষণা ও বাস্তবায়ন না হলে বাংলা ভাষা মূল্যায়ন সম্ভব না।

আরও খবর:

Sponsered content