বার্তা বিভাগ ১০ মার্চ ২০২৫ , ৫:৫০ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি ঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে পূনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী উদ্যোক্তা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।