সারাদেশ

সত্যিকারের মানুষ

  বার্তা বিভাগ ২৮ নভেম্বর ২০২৪ , ৪:০১ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

সত্যিকারের মানুষ

মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক

সত্যিকারের মানুষ যদি
তুমি হতে চাও,
টাকার কাছে হেরে যাবে
মনে রেখো তাও।
টাকা তোমার আয় করা
অনেক কষ্ট হবে,
হিসেব করে খরচ করলে
সঠিক পথে রবে।
মানুষকে ভালোবেসে রেখো
অতি আপন করে,
নিজের ক্ষতি স্বীকার করো
দিওনা পরের তরে।
বিবেক তোমায় বলবে ডেকে
ন্যায্য কাজটি করো,
আবেগ দিয়েই দেখে তুমি
শক্ত করে ধরো।
আবেগের কাছে বিবেক যদি
হেরে যায় জেনো,
সত্যিকারেের মানুষ তুমিই
নিজে তাহা মানো।
মৃত্যু ছাড়া হারার জায়গা
কভু নাহি পাবে,
মৃত্যুই তোমায় পরম সুখের
স্থানে নিয়ে যাবে।

আরও খবর:

Sponsered content