বিশেষ সংবাদ

আজ সৌর জগতের সাত গ্রহের প্যারেড, এক অভূতপূর্ব মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে।

  বার্তা বিভাগ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১৯ পূর্বাহ্ণ ই-পিন্ট / ইপেপার

কাবেরী জান্নাত: আজ ২৮ ফেব্রুয়ারী এক অভূতপূর্ব মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবীর মানুষ। সৌর জগতের সাতটি গ্রহ আজ প্যারেডে অংশগ্রহণ করবে। সৌর মন্ডলের এই সাতটি গ্রহ একসাথে সমান্তরাল সিরিয়ালে দেখতে পাবার মতো ঘটনা ঘটতে যাচ্ছে আজ সূর্যাস্তের পরেই।

বাংলাদেশ থেকে আজকে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার রাতের আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন দেখা যাবে।

ঢাকা থেকে গ্রহগুলোর উদয় ও অস্তের সময়:
বুধ: সকাল ৭:০৭ টায় উদয় এবং সন্ধ্যা ৭:০৩ টায় অস্ত
শুক্র: সকাল ৭:৩৮ টায় উদয় এবং রাত ৮:১৭ টায় অস্ত
মঙ্গল: দুপুর ১:৫২ টায় উদয় এবং শুক্রবার ভোর ৩:৩৪ টায় অস্ত
বৃহস্পতি: সকাল ১১:২৮ টায় উদয় এবং শুক্রবার রাত ১২:৫৩ টায় অস্ত।
শনি: সকাল ৭:০৫ টায় উদয় এবং সন্ধ্যা ৬:৪৮ টায় অস্ত।
ইউরেনাস: সকাল ১০:১৮ টায় উদয় এবং রাত ১১:২৮ টায় অস্ত।
নেপচুন: সকাল ৭:২৭ টায় উদয় এবং সন্ধ্যা ৭:২৫ টায় অস্ত যাবে।

রাতের আকাশে একসঙ্গে এতগুলো গ্রহ দেখা সত্যিই একটি চমকপ্রদ ঘটনা! অনেক গ্রহ খালি চোখে দেখা যায়। কিন্তু দূরত্বের কারণে খালি চোখে দেখা যায় না বেশির ভাগ গ্রহ। ফলে তখন টেলিস্কোপের সহায়তা নিতে হয়। সেই লক্ষ‍্যে গাজিপুরের শ্রীপুর বিন্দুবাড়িতে অবস্থিত বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যক্তিউদ্যোগে নির্মিত মানমন্দির “বেনুভিটা অবজারভেটরি”তে বড় টেলিস্কোপে চোখ রেখে সৌর জগতের ৭ গ্রহ দেখার আয়োজন করা হয়েছে।

আরও খবর:

Sponsered content