বার্তা বিভাগ ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৫০ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
সন্মানিত আশেকান – জাকেরান ও ভক্ত বৃন্দ আপনাদের সবাই কে জানাই সালাম ও মোবারক বাদ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আগামী ১৬ ই সেপ্টেম্বর মোতাবেক ১২ ই রবিউল আউয়াল বাদ মাগরিব হযরত শাহ্ আলী বোগদাদির মাজার চত্বরে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হইবে। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য সবিনয় আমন্ত্রণ করা হইলো।
ধন্যবাদান্তে
মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
চেয়ারম্যান
সার্ক ফাউন্ডেশন
০১৭১২৩৮৮৪২৪
স্থান – হযরত শাহ্ আলী বাগদাদী মাজার চত্বর
মিরপুর-১, ঢাকা।