বার্তা বিভাগ ১৪ ডিসেম্বর ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
নিজস্ব প্রতিবেদকঃ শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃসৌধে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হয়েছে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উক্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধার সন্তান সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধার সন্তান সালেহ আহমেদ সবুজ, ডাঃ কে এ আজাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, সদস্য (৩য় বার), কৃষি ও সমবায় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ সঞ্জীব ইসলাম, সদস্য, তথ্য ও গবেষণা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, হেমায়েত হোসেন হিমু, সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাবেদ আহমেদ নব, সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, মেহেদী হাসান রকি,সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।