সারাদেশ

গাজীপুরে ধর্ম অবমাননার অভিযোগে ব্রজেন্দ্রনাথ গ্রেফতার

  বার্তা বিভাগ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

গাজীপুর সংবাদদাতা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ব্রজেন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাসন থানাধীন চৌরাস্তা এলাকার রহমান শপিংমলের ৬ষ্ঠ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্রজেন্দ্রনাথ রায় (৪০) লালমনিরহাট জেলার আদিতমারী থানার সবদল এলাকার মৃত ভূপেন্দ্রনাথের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ জানান, ব্রজেন্দ্রনাথ রায় তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিভিন্ন অডিও ও ভিডিও ক্লিপের মাধ্যমে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করছিলেন। এছাড়া তিনি নিয়মিত মাদ্রাসা ও বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব সম্পর্কে আপত্তিকর লেখা প্রকাশ ও বক্তব্য প্রচার করতেন।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ব্রজেন্দ্রনাথ রায় এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি কায়সার আহমেদ।

আরও খবর:

Sponsered content