বিশেষ সংবাদ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত

  বার্তা বিভাগ ১৪ নভেম্বর ২০২৪ , ৭:৪৬ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ কর্তৃক বোরো -পতিত-রোপা আমন শষ্য বিন্যাসের সরিষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উৎপাদন শীলতা বৃদ্ধি করণের লক্ষ্যে ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয় । ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া আক্তার (রিভা)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মসউদ ইকবাল, সিনিয়র সাইনটিফিক অফিসার ও প্রধান ব্রি আঞ্চলিক কার্যালয় , ধনবাড়ী, টাঙ্গাইল। বিশেষ অতিথি ছিলেন এ. বি. এম জামিউল ইসলাম , সিনিয়র সাইন্টিফিক অফিসার ব্রি গাজীপুর , ধনবাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, ধনবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ এবং ধনবাড়ী উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ।

উল্লেখ্য ব্রি ধান ১০৩ অল্প জীবনকাল হওয়ায় এই ধান চাষ করে সরিষা আবাদ করা যায় । যত্ন সহকারে চাষ করলে বিঘা প্রতি ২২ মণ ফলন পাওয়া যায় । ধনবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ জানান,’এবার ধনবাড়ী উপজেলায় ৯৯৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে মুশুদ্দী ইউনিয়নে ১০ হেক্টর জমিতে ব্রি ধান ১০৩ চাষ করা হয়েছে । গত বছর ব্রি ধান ১০৩ চাষ করা হয়েছিল ৩ হেক্টর জমিতে । ফলন ভালো হওয়ায় এবং সরিষা চাষ করার সুযোগ থাকায় আগামীতে ধনবাড়ীর সকল ইউনিয়নে এই ব্রি ধান ১০৩ চাষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ‘।

আরও খবর:

Sponsered content