মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক
দেশটাকে খুব সুন্দর দেখতে
ইচ্ছে ছিল মনের,
মন-মানসিকতা ভালো করতে
হবে জনগনের।
সময় একটু লাগবে বটে দেখ
জঞ্জাল করিতে সাফ,
অল্প বুদ্ধির জনগনেরা আর
সময় দেয়না হাফ।
কিছু লোক আছে দেখ তারা
গোল বাঁধায় বেশ,
আর কেহ কেহ দেখতে পাবে
মেরে করে শেষ।
কেহ করে রাজনীতি আবার
কেহ করে দূর্নীতি,
নিজের ভালো সবাই দেখে
হয়না কারো সুমতি।
দ্রব্যমূল্য বাড়ায় তারা নিজে
ইচ্ছে মত করে,
সিন্ডিকেটের দোষ দেয়
ধরা পড়লে পরে।
আত্মকেন্দ্রিক মানুষ গুলো
পরের ভালো চায়না,
সুন্দর একটি সমাজ আমরা
তাইতো আর পাইনা।
শিক্ষিতরা হাল ধরেছে এবার
কাজ হবে মেলা,
আবার যদি ভুল করে তবে
সাঙ্গ হবে খেলা।