বার্তা বিভাগ ১১ এপ্রিল ২০২৫ , ৬:৩৩ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
বেনাপোল থেকে এনামুলহকঃভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্কভ্যান আমদানি করবে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে ১০টি আমদানি করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০টি রেফ্রিজারেটেড মিল্কভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০টি বেনাপোল বন্দরে পৌঁছে যাওয়ার কথা রয়েছেরেফ্রিজারেটেড মিল্কভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রপ্তানিকারক ভারতের অশোক লেল্যান্ড লিমিটেড।
১০টি মিল্কভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৩ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় তিন কোটি ১২ লাখ ৩৮ হাজার ৪৬৬ টাকা।
পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজেস্টিক।বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির জানান, আমদানি করা ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।
এর আগে গত বছরের ৯ জুলাই বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করে বাংলাদেশ সেনাবাহিনী।