সারাদেশ

গণমাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ

  বার্তা বিভাগ ২৬ আগস্ট ২০২৪ , ৪:১৪ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় কর্মসূচিতে সোমবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে প্রেসক্লাব কমপ্লেক্সে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সকল কর্মসূচী ও আন্দোলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করছেন।

ঘণ্টাব্যাপী চলা প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেছেন জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

সমাবেশে দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সমকাল পত্রিকার সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, একুশে টিভির সাংবাদিক মনোরঞ্জন সরকার, মাছরাঙা টিভির মীর মনিরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের শিমুল মিলকি, প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী, যমুনা টিভির সাংবাদিক কামাল হোসেন, মাই টিভির সাংবাদিক আনিসুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন সাংবাদিক সোহান আহমেদ, বাংলা নিউজের সাংবাদিক আব্দুর রহমান, সিএন এন বাংলার গোলাম কিবরিয়া, দেশ রূপান্তর পত্রিকার নুরুল আলম কামাল মণ্ডল ও সময়ের কণ্ঠস্বরের মীর্জা হৃদয় সাগরসহ অন্যরা।

আরও খবর:

Sponsered content