ক্রাইম রিপোর্ট

পুঠিয়ায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে মারধরের অভিযোগ

  বার্তা বিভাগ ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২৬ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মেয়ে রুপালী ইয়াসমিন বাদি হয়ে থানায় একটি অভিযোগ জমা দিয়েছে।

থানায় অভিযোগকারী রুপালী ইয়াসমিন ও স্থানীয়রা জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আহাদ আলীর ছেলে নমির উদ্দিন (৫০) তার নাতি আরিয়ানকে নিয়ে স্কুলে যায়। এ সময় তার ছোট ভাই আব্দুল লতিব বাবু সহ ৭ থেকে ৮ স্কুলে উপস্থিত এলোপাতারি মারধর করে। এ সময় নমির উদ্দিনকে মারধর করে মুখের দাঁত ৩ গোড়ালী থেকে নড়ে যায় যা যে কোন সময় দাঁত গুলো পড়ে যেতে পাড়ে। এছাড়া তারা এলোপাতারি ভাবে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এতে তিনি গুরুত্বর আহত হয়।

এ সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নমির উদ্দিনকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছে। মেয়ে রুপালী ইয়াসমিন জানান, আমার ছোট চাচা আব্দুল লতিব বাবু তার বড় দুই ভাই ও এক বোনকে ফাঁকি দিয়ে দাদা দাদীকে ম্যানেজ করে প্রায় ৩ বিঘা জমি বিভিন্ন সময় তার নামে দান সত্ব রেজিষ্ট্রি করে নেয়। এ নিয়ে দীঘ দিন থেকে পারিবারিক বিবাদ চলে আসছে। এর সূত্র ধরে আমার চাচা আব্দুল লতিব বাবু, আমজাদ সহ অনেকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এ সময় বাবাকে
স্কুলে একা পেয়ে তাকে উলঙ্গ করে মারধর করে। বিষয়টি তদন্ত পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, এ সক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর:

Sponsered content

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ।

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে গঠনতন্ত্রের (১০) ১ ধারা মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিল গত ১৭ মার্চ ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য মহসীন আহমেদ স্বপন। কো-অফট কাউন্সিলে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন কো-চেয়ারম্যান হৃদয় চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ জামান ভূঁইয়া, এম এ সাত্তার মজনু, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু মুসা, আইন বিষয়ক সম্পাদক, সরদার মোঃ শাহ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাফর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সেকান্দর আলী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা। প্রকাশ থাকে যে, গত ২০২৩ সালের ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আরজেএফ’র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিলে নির্বাচিতদের মেয়াদ যথা সময়েই সমাপ্ত হবে।

বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? ফারুক

ভারত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্রী মুভমেন্ট করার অনুমতি দিয়েছে।

ভারত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্রী মুভমেন্ট করার অনুমতি দিয়েছে।

শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

দৈনিক ঘোষণার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন