ক্রাইম রিপোর্ট

শেখ হাসিনাকে গ্রেফতারে জন্য পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  বার্তা বিভাগ ১৭ অক্টোবর ২০২৪ , ২:৫১ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগের মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে জন্য পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে প্রথম দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। উল্লেখ্য; বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়।

দুসস

আরও খবর:

Sponsered content