বার্তা বিভাগ ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় রাজবাড়ি বাজারের কাছাকাছি দুদুর মোর নামক এলাকায় আকবর আলী নামের এক যুবক মাঝেমধ্যেই মাইকিং করে এলাকার মানুষজন একত্র করে জাদু প্রদর্শন করে যাচ্ছেন। পুঠিয়ার জনবহুল এলাকায় সকাল থেকে মাইকিং করেন মানুষজন এক জায়গায় করার জন্য। আসরের নামাজের পর পর মানুষ এক জায়গায় হলে তিনি খেলা দেখাতে শুরু করেন।
২০ সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকায় দুদুর মোরে তার যাদু প্রদর্শনী ছিলো। তিনি কেনো নিজের পয়সা খরচ করে এ ধরনের আয়োজন করেন প্রশ্ন করলে উত্তরে বলেন যে, “গ্রাম্য জীবনে মঞ্চ করে যে অনুষ্ঠানগুলো একসময় করা হত, সেগুলো প্রায় বিলুপ্তির পথে। অথচ মানুষের সুস্থ বিনোদন প্রয়োজন।
জাদু খেলা দেখলে সর্বশ্রেণির মানুষ আনন্দ পায়, আপ্লুত হয়, এটা আমার খুব ভালো লাগে এবং এই আনন্দের মধ্য দিয়েই আমার প্রাকটিস হয়ে যায়। এই করতে করতে ভবিষ্যতে আমি একজন বড় মেজিসিয়ান হতে চাই।
এলাকার শিশুরা অল্পেই খুশি হয়। তাদের জন্য আমি নতুন নতুন খেলা জোগার করে চলেছি। শিশুদের সাথে পথে দেখা হলেই আমাকে জাদু খেলা দেখানোর জন্য তাদের এলাকায় আহ্বান জানায়।”