সারাদেশ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

  বার্তা বিভাগ ২০ নভেম্বর ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 50

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে ল্যাবরেটরি মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় একটি বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিকাল সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজিব গণমাধ্যমকে বলেন, বেলা ৩টার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে শুনেছি। বর্তমানে ধানমন্ডি ৩২ থেকে সায়েন্স ল্যাবরেটরি দিকের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা চলমান।

আরও খবর:

Sponsered content