বার্তা বিভাগ ১৪ নভেম্বর ২০২৪ , ৫:৫১ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক
সত্য বড় তিতা লাগে তাই
পাওয়া যে বিষম দায়,
মিথ্যার বেসাতি চলে সকল
জাগায় পাওয়া যায়।
সত্য যেমন ঘরের আলো
মিথ্যা রাতের আঁধার,
সত্যকে তবু যায়না ধরা
খুঁজে বন বাদাড়।
সত্য মিথ্যার মাঝে কভু
নাইকো কোন কিছু,
যতই মিথ্যার বেসাতি নিয়ে
লেগে থাকো পিছু।
সত্যের আলো জ্বলবে ঘরে
মিথ্যা চলে গেলে,
সুখের নহর বইবে দেখো
দুঃখ টাকে ঠেলে।
তুমি যদি সত্যবাদী হও সবে
বাসবেনা তোমায় ভালো,
তোমার মনের মাঝে তুমি
তবু জ্বেলে রেখ আলো।
মিথ্যা তোমায় দমিয়ে দিবে
অল্প সময়ের জন্যে,
শেষ হাসিটা হাসবে তুমি
দেখতে পাবে অন্যে।
সবার নিকট ভালো যদি
তুমি হতে চাও,
মুনাফিকের খাতায় তোমার
নামটা লিখে দাও।
দেখবে তোমায় ভালোবেসে
জীবন করে শেষ,
নরকের মাঝে বাস করতে
লাগবে দেখ বেশ।