সারাদেশ

সত্য বড় তিতা

  বার্তা বিভাগ ১৪ নভেম্বর ২০২৪ , ৫:৫১ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক

সত্য বড় তিতা লাগে তাই
পাওয়া যে বিষম দায়,
মিথ্যার বেসাতি চলে সকল
জাগায় পাওয়া যায়।

সত্য যেমন ঘরের আলো
মিথ্যা রাতের আঁধার,
সত্যকে তবু যায়না ধরা
খুঁজে বন বাদাড়।

সত্য মিথ্যার মাঝে কভু
নাইকো কোন কিছু,
যতই মিথ্যার বেসাতি নিয়ে
লেগে থাকো পিছু।

সত্যের আলো জ্বলবে ঘরে
মিথ্যা চলে গেলে,
সুখের নহর বইবে দেখো
দুঃখ টাকে ঠেলে।

তুমি যদি সত্যবাদী হও সবে
বাসবেনা তোমায় ভালো,
তোমার মনের মাঝে তুমি
তবু জ্বেলে রেখ আলো।

মিথ্যা তোমায় দমিয়ে দিবে
অল্প সময়ের জন্যে,
শেষ হাসিটা হাসবে তুমি
দেখতে পাবে অন্যে।

সবার নিকট ভালো যদি
তুমি হতে চাও,
মুনাফিকের খাতায় তোমার
নামটা লিখে দাও।

দেখবে তোমায় ভালোবেসে
জীবন করে শেষ,
নরকের মাঝে বাস করতে
লাগবে দেখ বেশ।

See less

আরও খবর:

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে গঠনতন্ত্রের (১০) ১ ধারা মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিল গত ১৭ মার্চ ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য মহসীন আহমেদ স্বপন। কো-অফট কাউন্সিলে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন কো-চেয়ারম্যান হৃদয় চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ জামান ভূঁইয়া, এম এ সাত্তার মজনু, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু মুসা, আইন বিষয়ক সম্পাদক, সরদার মোঃ শাহ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাফর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সেকান্দর আলী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা। প্রকাশ থাকে যে, গত ২০২৩ সালের ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আরজেএফ’র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিলে নির্বাচিতদের মেয়াদ যথা সময়েই সমাপ্ত হবে।

সিটি মেয়র ও ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমান।

ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বেনাপোল বেতনা ট্রেনে বিজিবির অভিযানে, ২ কোটি টাকার কোকেন-হেরোইন জব্দ।

১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)

শাহ পরান (রঃ) এর মাজার ভাংচুর তো করেছেন, তবে একবার পড়ে দেখুন তিনি কে।

Sponsered content