সারাদেশ

যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। উপদেষ্টা এ এফ হাসান আরিফ

  বার্তা বিভাগ ১৯ নভেম্বর ২০২৪ , ২:০৫ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ গতকাল সোমবার বিকেলে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষরে যশোর জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, সুধীমন্ডলী, ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মতবিনিময় সভায় পর্যটন খাতে উন্নতি, দুর্নীতিমুক্ত ভূমি অফিস সহ বিভিন্ন দাবি প্রসঙ্গে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ইতিহাস ঐতিহ্যে ঘেরা যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বিষয়টি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়া হবে। এবং যশোর সহ সারাদেশের ভূমি অফিসে দুর্নীতি বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মতবিনিময় শুরুর আগে জুলাই অভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরত কামনায় একমিনিট নিরবতা পালন করা হয়।

অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমানওপর্যটন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয়। এটি একটি চলমান পক্রিয়া। অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপদ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায়।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। সবাই চাই দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক। কিন্তু এটি বাজারে কিনতে পাওয়া যায় না। রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি একদিনে সম্ভব না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতিও হয়েছে। দ্রুতই সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও বলেন, ‘আমরা সবাই একটা বৈষম্যহীন সমাজ চাই। সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের বিভিন্ন ধরনের সংস্কার প্রয়োজন। সে লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে। আমরা চাইছি, ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু সিস্টেম থেকে যাবে। সেই লক্ষ্যে আমাদের কাজ।

মুদ্রাস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা হাসান আরিফ বলেন, মুদ্রাস্ফীতি ৫ই আগস্ট বা তার পরে আসেনি। বিগত ১৬ বছর ধরে বিভিন্ন সিন্ডিকেট গুলোকে লুটপাটের ব্ল্যাংক চেক দেওয়া হয়। পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজি হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।দেশের পর্যটন স্পট গুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। যাতে দেশি পর্যটন খাত প্রসারিত হয়।

ভূমি সংস্কার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘প্রতিটি বিপ্লবের পর প্রথমে ভূমি সংস্কারে হাত দেওয়া হয়। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। শুধু শহর নয়, গ্রামেও ভূমি সংস্কারের বিষয়ে ভাবা হচ্ছে। কৃষিজমিতে নতুন বাড়ি বানানোর পরিবর্তে একতলা বাড়ির উপরে দোতলা কিংবা তিনতলা করার বিষয়ে চিন্তা করা হবে।

এর আগে সকালে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বেনাপোলের বড় আচড়াঁ গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।

আরও খবর:

Sponsered content