সারাদেশ

দৈনিক ঘোষণার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  বার্তা বিভাগ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৫ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

দৈনিক ঘোষণার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকলা ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলা, আব্দুস সালাম হলে প্রতিনিধি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম। ভার্চুয়ালি বক্তব্য রাখেন, প্রধান সম্পাদক নাজনিন সুলতানা, ব্যাবস্থাপনা সম্পাদক নওয়াজিস তাহনুন চন্দন, সহকারী সম্পাদক, ড. শরিফুল হক প্রিয়ম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, প্রবাসী পল্লী গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মোঃ আরিফুল আলম, দৈনিক মুক্তখবরের হেড অব নিউজ মহসিন আহমেদ স্বপন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশা। হৃদয় মটরস্ এর ব্যাবস্থাপনা পরিচালক হৃদয় চৌধুরী, বিশিষ্ট গনমাধ্যম ব্যাক্তিত্ব ড. নয়ন পাটোয়ারী, বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম, মো. সাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার মুন্নি আক্তার, গংগাচরা প্রতিনিধি রবিন্দ্রনাথ সরকার, বরগুনা জেলা প্রতিনিধি নয়ন, মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি আল মামুন প্রমুখ, পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহযোগী সম্পাদক শাফিউর রহমান কাজী, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ফারুকুল ইসলাম। সভাপতির বক্তব্যে মো. সাহিদুর রহমান টেপা বলেন দৈনিক ঘোষণা হবে একটি পাঠকপ্রিয় পত্রিকা। পত্রিকার উন্নয়নের লক্ষে সার্বিক সহযোগিতা এবং সাংবাদিকদের অহেতুক হয়রানির ক্ষেত্রে তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন এবং যারা কর্মদক্ষতার সাথে ভালো কাজ করবে তাদেরকে আগামী বছর বর্ষপুর্তিতে বড় পরিসরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হবে। দৈনিক ঘোষণার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষণা পরিবার, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এবং বাংলাদেশ কবি পরিষদ সহ বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ, সম্পাদক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুষ্ঠানের ২য় পর্বে দৈনিক ঘোষণার সাথে সম্পৃক্ত ১৫ জন সাংবাদিকে বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়। যারা সম্মাননা পেলেন বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি ইসমাইল খান নিয়াজ, বিশেষ প্রতিনিধি মো. সাহিদুল ইসলাম, মুলাদী উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান মিরন, সহযোগী সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, স্টাফ রিপোর্টার মুন্নি আক্তার, মনিরামপুর উপজেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি মো. ছালাহ উদ্দিন আইয়ুবী, হেড অব আইটি মোঃ রিপন আলী, এ্যসিস্টেন্ট অব আইটি এস এম. মাহির আল মাহবুব, স্টাফ রিপোর্টার মো. হারুনুর রশিদ মিয়া, স্টাফ রিপোর্টার কাজী আয়শা আক্তার স্বর্না, স্টাফ রিপোর্টার আজিজুন নাহার। ৩য় পর্বে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও খবর:

Sponsered content

বিশেষ সমালোচক পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’।

আসুন সবাই মিলে যার যতটুকু সামর্থ আছে তাই নিয়ে বন্যার্তদের পশে দাড়াই।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১১তম দিন চলমান

এক্স প্রোফাইলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সাদপন্থিদের নিষিদ্ধকরণ ও শাস্তির ‎‎দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল।

শাহ পরান (রঃ) এর মাজার ভাংচুর তো করেছেন, তবে একবার পড়ে দেখুন তিনি কে।