বার্তা বিভাগ ১২ এপ্রিল ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
দুসস ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুরের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধ। ওয়াসিমের পরিবারের দাবি, পিটিয়ে হত্যার পর ওয়াসিমের মরদেহ ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াসিমসহ আরও চারজন গত ৬ এপ্রিল ভারতের অভ্যন্তরে যায়। এসময় ভারতের হাবাসপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তদের ধাওয়া দেয়। পরে বাকিরা পালিয়ে আসলেও ওয়াসিম ধরা পড়ে। পরিবারের অভিযোগ, বিএসএফ ওয়াসিমকে পিটিয়ে হত্যার পর ইছামতি নদীতে ফেলে দিয়েছে।
ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান অভিযোগ করেন, আমার ভাই ওয়াসিম ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। মাঝেমধ্যে সে ভারতে পারাপার করতো বলে শুনেছি। গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। এসময় বিএসএফ তাদের ধাওয়া করে। পরে বাকিরা পালিয়ে আসলেও ওয়াসিমকে ধরে পিটিয়ে নদীতে ফেলে দেয় বিএসএফ।
ওয়াসিমের বাবা রমজান আলী বলেন, নদী থেকে একটি মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছি লাশটি আমার ছেলে ওয়াসিমের। মরদেহ ফিরিয়ে দিতে শনিবার বাঘাডাঙ্গা ৫৮-বিজিবির কোম্পানি কমান্ডারের কাছে লিখিতভাবে আবেদন করেছি।
খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। তবে বিএসএফকে জানানো হয়েছে। মৃতদেহটি বাংলাদেশির কিনা তা এখনও আমরা জানতে পারিনি। এছাড়া কেউ তাদের পরিবারের সদস্য নিখোঁজের খবরও জানায়নি।