সারাদেশ

বেনাপোলে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীসহ আটক চারজন।

  বার্তা বিভাগ ২৭ অক্টোবর ২০২৪ , ১:১৬ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

মোঃ শাহীন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামে শুক্রবার রাতে স্বামী রিদয় হোসেন (২৭) কর্তৃক গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ স্বামী শ্বশুরসহ ৪ জন কে আটক করেছে।

জানা যায়, বেনাপোল দিঘিরপাড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রিদয় হোসেন তার স্ত্রী কোহিনূর বেগমকে নিয়ে ঘর সংসার করে আসছিলো। গত শুক্রবার ( ২৫ অক্টোবর) তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এর জের ধরে স্বামী কর্তৃক রাত ১১টার পর স্ত্রী কোহিনূর বেগমকে মুখে বালিশ চেপে হত্যা করে। খবর পেয়ে পোর্ট থানা পুলিশ সিরাজুল ইসলামের বাড়ি রিদয়ের শয়ন কক্ষ থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পোর্ট থানা পুলিশ দিঘিরপাড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বামী রিদয় (২৭), শশুর সিরাজুল (৬০), শাশুড়ী সাহানারা (৫০), ননদ সাগরিকা (৩০) কে আটক করে। এ ঘটনায় নিহতের বোন মহিমা বেগম ৪ জনকে এজাহার ভুক্ত আসামি ও ১/২ জনকে অজ্ঞাত করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

“দুসস নিউজ”

আরও খবর:

Sponsered content