সম্পাদকীয়

ডঃ মুহাঃ ইউনুস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট খোলা চিঠি। 

  বার্তা বিভাগ ৭ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

Prof Muhammad Yunus also recipient of the US Presidential Medal of Freedom and the Congressional Gold Medal

জনাব,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আশাকরি আপনি মহান আল্লাহ পাকের দয়ায় ভালোই আছেন। পর সমাচার এই যে, দেশের সরকারের পরিবর্তনের ফলে আমরা সাধারণ জনগন অত্যন্ত উদ্বিগ্ন হইয়া গিয়াছিলাম যে, দেশের  রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে দেশে এক অরাজকতার সৃষ্টি হইয়া যাইবে। দখল বাজি, টেন্ডার বাজি, গুপ্ত হত্যা সহ যত অকাম কুকাম সকলই চালু হইয়া যাইবে। কিন্তু অত্যন্ত সুখের বিষয় যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় এ যাত্রায় বাঙালী জাতি ব্যাপক হত্যাযজ্ঞ হইতে বাঁচিয়া গেল। এই দেশে বিরাট পরিবর্তনের ফলে যেই কুকীর্তির ভয় আমরা করিয়া ছিলাম সেই কুকীর্তি হইতে বাংলার জনগন বাঁচিয়া গেল। আপনার উপর মহান আল্লাহর অশেষ রহমত ছিল। পৃথিবীর অধিকাংশ
দেশের প্রধানদের নেক নজরও আপনার উপর বহাল আছে।
যদিও ব্যাপক অঘটন থেকে আমরা আপাতত বাঁচিয়া আছি তবুও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়াই চলিতেছে।  আপনার সুনাম নষ্ট করার জন্য ভারত সরকার বিভিন্ন সময় অঘোষিত ভাবেই বিভিন্ন নদীর বাঁধ খুলিয়া দিয়া বাংলাদেশের জনগনকে অত্যন্ত বিপদ সংকুল অবস্থায় ফেলিয়া দিতেছে। আপনি বিজ্ঞ মানুষ  একটু চিন্তা করিয়া দেখিলে আমি মূর্খ্য মানুষ একটু খুশী হইতাম। এই সময়ে এই রকম ভাবে  অঘোষিত বাঁধ খুলিয়া দিয়া সমতল ভূমির দেশকে বন্যা কবলিত করার  বা অন্য কাহারো মোদী সরকার প্রভাবিত হইয়া এমন কর্ম করিতেছে কিনা এটাও একটু দেখা দরকার ছিল।
এছাড়াও গাজীর ফ্যাক্টরীতে কে বা কাহারা আগুন লাগাইয়া দেওয়ায় বহু লোকের প্রাণহানি ঘটিয়াছে। অনেক লোক আহত অবস্থায় বিভিন্ন ভাবে চিকিৎসা নিতেছে, অনেকেই নিখোঁজ আছে। ইহাতে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম করিবার জন্য বা অস্থিতিশীল পরিবেশ করে ঘোলা পানিতে মাছ স্বীকার করিবার চেষ্টা করিতেছে কিনা সেইটাও একটু নিরপেক্ষ ভাবে তদন্ত করিয়া দেখা দরকার ছিল।আমাদের দেশের রাজনীতি স্থিতিশীল রাখার জন্যই।
জনাব আপনি একটা জিনিস সর্বদা স্মরণ রাখিবেন, কাজ করলে বদনাম হবেই। যে কাজ করেনা তার কোন কাজও নাই, বদনামও নাই। ফলে যত বদনামই হউক দেশের স্বার্থে আপনি এগিয়ে যাবেন। এতে নিন্দুকেরা যতই বদনাম করুক। তবে আপনার উপদেষ্টা পরিষদ দ্বারা যেন বদনামের কাজ না হয় সেদিকটা ও অত্যন্ত নজরদারি রাখিবেন বলিয়া আশা করিতেছি। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন আঙ্গিকে অনেকে আপনাকে বিব্রত করার চেষ্টা করিবে। আপনার স্মরন রাখা দরকার যে আওয়ামী লীগ,  বি এন পি, জামায়াতে ইসলামী বস জাতীয় পার্টির মত একনিষ্ঠ সেবক/ দলের নেতাকর্মী কিন্তু আপনার নাই।  সমস্ত জনগনই আপনার। আবার কেহই  আপনার নয়। ভালো কাজ করিলে বদনাম হউক অথবা এক সময় যখন আপনারা ক্ষমতায় থাকিবেন না তখন ইতিহাস স্বাক্ষী যে মনে আনন্দ পাইবেন।
অন্ততপক্ষে স্মৃতিচারণ করিতে পারিবেন যে, দেশের ভালোর জন্য আমরা নিরপেক্ষ ভাবে এই ভালো কাজগুলো করিয়া যাইতে পারিয়াছি। দেশের আইন কানুন গুলো যুগোপযোগী করিয়া দিয়াছি, একটি সুস্থ দেশ উপহার দিতে পারিয়াছি। যাহা ১৯৭১ ইং সালে দেশ স্বাধীন হওয়ার পর হইতে অদ্যাবধি কেহই স্বাধীনতা ভোগ করার ব্যবস্থা করিয়াছি।  আইন সৃংখলা সুষ্ঠু প্রয়োগের ব্যবস্থা করিয়াছি। সুন্দর একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার উপহার দিয়াছি। জনগন জেনে বুঝে তাদের সরকার গঠন করেছে।তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তত পক্ষে একটু সুখে নিদ্রা দিবেন। জনগন ও ধন্য ধন্য বলিয়া আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় জানাবে।
তবে জনাব এই কাজ গুলো কিন্তু এতো সহজ ও নয়। অত্যন্ত ক্রিটিকাল। সময় নিয়ে বুঝে শুনে প্রচারনা চালিয়ে বিজ্ঞ লোকদের সাথে আলোচনান্তে বাংলার জনগনের সুখের জন্য, সকল রাজনীতি বিদের অসাধ্য কাজ গুলো আপনি করিতে পারিবেন এবং করিয়া যাইবেন এই আশাবাদ ব্যক্ত করিয়া আজকের মত আপনার নিকট হইতে বিদায় নিলাম।