বার্তা বিভাগ ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:০০ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার
মোঃ শাহীন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ অদ্য ২০/০২/২০২৫ খ্রিঃ বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই(নিঃ)/মোহাম্মাদ মামুন শেখ এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে অত্র থানাধীন গাজীপুর গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন (২৪) মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বসত বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই(নিঃ)/মোহাম্মাদ মামুন শেখ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সঙ্গীয় অফিসার ফোর্সকে নিয়ে অদ্য ২০/০২/২০২৫ খ্রিঃ রাত ০১.৪৫ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ মামুন হোসেন (২৪) এর বসত বাড়ীর রান্না ঘরের উত্তর পার্শ্বে ট্রাকের টায়ারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করেন। এসময় পলাতক আসামি মামুন সহ অন্যান্য ২/৩ জন অজ্ঞাতনামা আসামিরা পুলিশের উপস্থিতি আগে থেকেই জানতে পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় মামলা নং-১২, তাং-২০/০২/২০২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।