ক্রাইম রিপোর্ট

সাজা ভোগের শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২১ পরুষ,নারী ও শিশু।

  বার্তা বিভাগ ২১ মার্চ ২০২৫ , ১:৩৮ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

Oplus_131072

বেনাপোল থেকে এনামুল হকঃ ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন-সাহিদা খাতুন(০৯),সুবর্ণা রয় (০৮),মিরাজ হোসাইন রিমন(১৭),মোঃ আবু জুবাইদা সান (১৮),স্নিগ্ধা বিশ্বাস (১৫),ইয়াসির আরাফ (০৭),ইন্দ্রজিৎ মন্ডল (১৪),প্রান্ত মন্ডল (১৬),আপন বিশ্বাস (১৮) ,মিহির জোয়দার (১৮),খাইরুল ইসলাম (১৯),সৈকত আলম (১৯),আবিদ আহমেদ(০১),শিলা আক্তার (২০),টপা খানম (১৬),আজমিরা আক্তার খাতুন(০৯),টুম্পা মন্ডল (১১),সুমাইয়া আক্তার (১৫),দিঘি বিশ্বাস (১০),সোনিয়া আক্তার (১৭) ও সুমাইয়া আক্তার (১৭)। এরা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরও খবর:

Sponsered content

ভালুকায় ভিটার মাটি কাটা নিয়ে বিরোধ, দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে গঠনতন্ত্রের (১০) ১ ধারা মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিল গত ১৭ মার্চ ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য মহসীন আহমেদ স্বপন। কো-অফট কাউন্সিলে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন কো-চেয়ারম্যান হৃদয় চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ জামান ভূঁইয়া, এম এ সাত্তার মজনু, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু মুসা, আইন বিষয়ক সম্পাদক, সরদার মোঃ শাহ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাফর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সেকান্দর আলী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা। প্রকাশ থাকে যে, গত ২০২৩ সালের ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আরজেএফ’র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মোতাবেক আংশিক কো-অফট কাউন্সিলে নির্বাচিতদের মেয়াদ যথা সময়েই সমাপ্ত হবে।

ভারত থেকে বেনাপোল দিয়ে রেলপথে ট্রেনে এলো ৪৬৮ টন আলু।

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ তিনটি পরিবার

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্কতা কিছুটা শিথিল করেছে ওয়াশিংটন।

একটি শোক বার্তা।