সারাদেশ

ভালুকার সেই আলোচিত কাঠের সেতু উদ্বোধন

  বার্তা বিভাগ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩৯ অপরাহ্ণ ই-পিন্ট / ইপেপার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : অবশেষে ভালুকার সেই আলোচিত কাঠের সেতুটির উদ্বোধন করা হয়েছে। এলাকার যুবকেরা নিজ উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ তৈরি করেছেন সেতুটি। সেতু পেয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহের ভালুকা-রাজৈ ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভালুকা উপজেলার মোহনা গ্রামের চুল্লার খাল পাড় হারেজ মাস্টারের ঘাটে সেতুটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ ও ভালুকা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন পাঠান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক মাসুদ রানা, কৃষকদল নেতা আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক, আনোয়ার হুসেন, মঈন খান।এসময় দুই গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।

মোহনা গ্রামের হুমায়ুন জানান, সেতু না থাকায় সাঁকো বা কোষা নৌকা দিয়ে নদী পার হতে হতো। নৌকা না পেলে সাঁতার কেটে পার হতে হতো। সেতু পেয়ে আমরা আনন্দিত। এখন আমাদের কষ্ট করতে হবে না।

ওই এলাকার আনোয়ার জানান, আগে আমাদের নদী পার হতে অনেক কষ্ট হতো। কাঠের সেতু হওয়াতে আমাদের কষ্ট কমবে। তবে আমরা একটা ভালো আরসিসি সেতু নির্মাণের দাবী জানাই।

রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ, বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে এই চুল্লার খালে আরসিসি সেতু নির্মাণ করা হবে।

আরও খবর:

Sponsered content