সোমবার , ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অনুষ্ঠিত হলো আধুনিক গণমাধ্যম ভাষাটিভির পঞ্চম জন্মদিন।

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদনঃ ৩মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েগেলো আধুনিক গণমাধ্যম ভাষাটিভির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী জন্মদিন।

গাজীপুর শহরের সদর শিববাড়ীতে গাজীপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হলো আধুনিক গণমাধ্যম ভাষাটিভি’র পঞ্চম জন্মদিন ও প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাটিভি’র প্রধান উপদেষ্টা সংবাদ সংস্থা এনএনবি’র সম্পাদক গাজীপুর মিডিয়া সেন্টারের চেয়ারম্যান জুলিয়াস চৌধুরী। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক ভাষাটিভি, শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন গণমাধ্যম কর্মী পরিচালক গাজীপুর মিডিয়া সেন্টার।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ শামীম মিয়া, শাহজাহান কোভিদ খোকন, ডাক্তার গাজী একে আজাদসহ, চলচ্চিত্র অভিনেতা মোঃ মোস্তাফিজুর রহমান মন্টু, আবদুল্লাহ আল মামুন, আমলগীর ওয়াইসি, ফুল চান দাস, আব্দুল আল মামুন, বেলাল হোসেন বাবুল, রাজ মোহাম্মদ হাফিজ, মম শরিফুল, মোঃ কবীর হোসেন, মালতি রানী সরকার অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার গুণী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি, ভাষাটিভি প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আতিকুল ইসলামের সমাপনী বক্তব্য শেষে উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করাহয়।

অনুষ্ঠানের সঞ্চালোচনায় ছিলেন ভাষাটিভি’র ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক সুফি মোহাম্মদ আহসান হাবীব।