শুক্রবার , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি নতুনধারার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৫ এপ্রিল নির্বাচন কমিশনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে ফরম সংগ্রহ করতে গিয়ে উপরোক্ত দাবি জানান। এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, আমরা নিবাচন কমিশনে পলাতক ফ্যাসিস্ট আমলের মতই কার্যক্রম দেখতে পাচ্ছি। কিন্তু তা তো হওয়ার কথা ছিলো না। কথা ছিলো দেশের মানুষের জন্য নিবেদিত থাকা প্রকৃত রাজনৈতিক প্লাটফর্মগুলোকে রাজনীতি করার জন্য সকল রকমের সুযোগ-সুবিধা দেয়ার পাশাপাশি সর্বাত্মক আন্তরিকতায় এগিয়ে চলবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ তাদের আচরণ আমাদেরকে ব্যথিত করেছে, হতাশ করেছে। মোমিন মেহেদী এসময় আরো বলেন, ১০ মার্চ সার্কুলার দিয়ে বললেন ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এ কেমন সার্কুলার? মাত্র ১৯ কর্ম দিবসের মধ্যে কিভাবে বাংলাদেশের ১০২ উপজেলা ২২ জেলাসহ কেন্দ্রীয় কমিটির প্রায় ২৫ হাজার ভোটারের স্বাক্ষরসহ আবেদন করা যায়? যে কয়েকটি করেছে, তারা রাজনীতি নয়, ভাইরাল নীতিতে বিশ্বাসী। এমতবস্থায় আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে নিবন্ধনের আবেদনের সময় বৃদ্ধির দাবি জানাচ্ছি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে গত ১৩ বছরে ২ বার নিবন্ধনের আবেদন করেও ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারি নীতির কারণে নিবন্ধিন থেকে বঞ্চিত হয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৮ সালে গুম-এর শিকার হোন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। মৃত্যু হয়েছে ভেবে তৎকালিন সরকারের সংশ্লিষ্ট বাহিনী তুলে নেয়ার ১১ দিন পর সেগুনবাগিচায় ফেলে চলে যায়। ২১ দিন চিকিৎসার পর তিনি সুস্থ্য হয়ে ওঠেন।