বৃহস্পতিবার , ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নতুনধারার ঈদখাদ্য প্রদান কর্মসূচির ১৩ বছরে পদার্পন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ভাসমান-নিরন্নদের মাঝে নতুনধারা বাংলাদেশ এনডিবির নতুনধারার ঈদখাদ্য প্রদান কর্মসূচির ১৩ বছরে পদার্পন করেছে। ৩১ মার্চ দুপুরে ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে গত ১৩ বছরের ধারাবাহিকতায় নিজের হাতে খাবার পরিবেশন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দলই ক্ষমতায় আসবার আর থাকবার প্রতিযোগিতায় নেমে মানুষের কথা ভুলে যায়, যে কারণে আওয়ামী লীগের ক্ষমতাকালিন সময়ে তারা বিএনপি-জামায়াত আর ড. ইউনূসের বিরোধীতা করেছে আর এখন ড. ইউনূস সরকারের পাশাপাশি অন্যরা আওয়ামী লীগের বিরোধীতা করছে; মধ্যিখানে বেচারা আমজনতা থেকে যাচ্ছে অনাহারী-অর্ধহারি।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ দেশ ও জনগণের কল্যাণহীন নতুন-পুরাতন গীবতকারী-ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করার জন্য সাধারণ মানুষদেরকে আহবান জানিয়ে বলেন, আপনারা জানেন, কারা রাজনীতির নামে মানুষকে বোকা বানাচ্ছে, তাদেরকে বয়কট করার জন্য প্রস্তুতি নিন-চিহ্নিত করুন। উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে ‘রেড র‌্যালী’র মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। এরপর থেকে নিয়মিত ১৩ বছর ধরে প্রতি সপ্তাহে এবং প্রতি ঈদে খাদ্য প্রদান কর্মসূচির পাশাপাশি সারাদেশে ৪৭ জেলা, ১০২ উপজেলাসহ ২ শতাধিক শাখা গঠন করে ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করে।