শনিবার , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্ষকের শাস্তির দাবীতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ফাহাদ মোল্লা: মুন্সীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ সহ দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ ) সকাল ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলার সামনে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি উপজেলা মাঠ থেকে শুরু করে টঙ্গীবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে পুনরায় উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, আমাদের মুন্সীগঞ্জে মাত্র ৭ বছরের শিশু ধর্ষণ হচ্ছে শুধু তাই নয় একটি মাদ্রাসা পড়ুয়া পর্দাশীন নারীকেও তার মায়ের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে স্বাধীন দেশে আমরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারতেছিনা। আমরা মনে করছি আমরা স্বাধীন কিন্তু পরিপূর্ণ ভাবে স্বাধীনতা পাইনি। আজও আমরা একা বের হতে পারছিনা। ছোট,বড় সকল নারীরাই অত্যাচারিত হচ্ছে। এসময় তারা আরো বলেন, সরকার যদি ধর্ষকদের কঠোর শাস্তি না দেয় তাহলে দেশের লক্ষ লক্ষ নারীরা কঠোর আন্দোলন শুরু করবে।

টঙ্গীবাড়ী উপজেলার সর্ব স্তরের জনগণের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান মুন্সগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক টঙ্গীবাড়ী উপজেলা ছাএদল নেতা তানভীর মল্লিক ও বিভিন্ন স্তরের সাধারণ জনতা।