বৃহস্পতিবার , ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুখের খোঁজে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সুখের খোঁজে সারাটি জীবন
করছো তুমি শেষ,
অথচ জানোই না সুখ দুঃখ
মিলিয়ে আছে বেশ।

তুমি হয়তো ভাবিতেছো বসে
দুঃখ বিনা সুখ,
তাহলে সুখ পাখিটাই হারিয়ে
যাবে থাকবে নাতো মুখ।

দেশে অনেক ধনী লোক আছে
টাকার উপরে থাকে,
খেতে বসলে শাক সব্জি খোঁজে
যতই মাংস থাকুক পাতে।

রিচ ফুড তেমনি যায়না খাওয়া
সারাটি জীবন ভর,
স্বাস্থ্য সুখের করতে হলে দেখ
সব কিছুতেই নির্ভর।

বিনা পরিশ্রমে পেয়ে যাবে তুমি
দুঃখ নামের পন্য,
সাথে করে রেখে দিও আর
নিজকে করো ধন্য।

সুখ দুঃখে কাটাও যদি তোমার
সারা জীবন খানি,
তাহলে শেষ দিন পর্যন্ত জীবনটা
নিতে পারবে টানি।

সুখের খোঁজে দিও না তোমার
দুঃখ কে দূরে ঠেলে,
সময় কালে দেখবে সুখের
ডানা নাহি মেলে।

২৯/০৯/২০২৪