শনিবার , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজ্জাক সংগীত -মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক
তুমি কোথায় খুঁজিতেছ আল্লাহ রসুল ২
আসমানে কিংবা জমিনে,
তোমার সাথেই বসত করে জেনে রেখো
আল্লাহ রসুল দুই জনে। ২
যতই তুমি খুঁজে বেড়াও দেশ
হতে দেশান্তরে,
কোন লাভ হবেনা তোমার ডুব
দিলে না নিজের ঘরে।
তুমি———– দুই জনে।
সারাজীবন খুঁজলে তুমি সারাজীবন খুঁজলে তুমি
পরের কথা শুনে
কোথাও খুঁজে পাইলেনা ছিল যে
তোমার দেহ মনে।
তুমি ————– দুই জনে।
খুঁজতে খুঁজতে জীবন গেল ২
বয়স হলো ভারী,
এখনও সময় আছে আত্মসমর্পণ
করো তাড়াতাড়ি।
তুমি————–দুই জনে।
রাজ্জাক চিশতীর মন মানেনা ২
কেন করছো দেরী,
আল্লাহর পথে ফিরে এসো
করে তাড়াতাড়ি।
তুমি —————-দুই জনে।