বুধবার , ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

যোগ্য নেতৃত্ব

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

কলমেঃ মুহাঃ আব্দুর রাজ্জাক চিশতী
লেখক কবি সাহিত্যিক ও সাংবাদিক

দেশ আজকে ক্রান্তিকাল অতিক্রম
করছে সুন্দর ভবিষ্যতের আশায়,
নামীদামী লোকেরা ক্ষমতায় গিয়েছে
ভারত পানি ছেড়ে দিয়েছে ভাশায়।

ভারত তাঁর মন মত শাসক না পেলে
আমাদের বাংলাদেশের মাটিতে,
কোনদিন সুখে থাকতে দিবেনা কাউকে
তুমি জেনে রেখো বাংলার তল্লাটে।

তুমি হবে নতজানু সরকার নিজের
দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে,
ভারতের স্বার্থকে বড় করে দেখবে
বেড়াবে মনের আনন্দে গিয়ে।

তাহলেই তুমি ভালো তাদের নিকটে
যদি হও তুমি নতজানু সরকার,
তোমায় ক্ষমতা থেকে আর সরায়কে
ক্ষমতায় বসিয়ে দিবে বার বার।

এখনকার সরকার তো রাজনৈতিক
সরকার নয় তাই ভয় পায় তারা,
স্বার্থের আঘাতে পড়ার ভয়ে তারা হয়ে
গেছে একেবারেই পাগল পারা।

এখনই সময় এসেছে হে বীর জেনো
বিশ্ব তোমায় পায়নি কুড়িয়ে,
নিজের যোগ্যতা বলে স্থান করে নিয়েছ
বিশ্ব মোড়লদের নিকট গিয়ে।

বাঙালী জাতি আর হারাবার জাতি নয়
হারাবার নেই কিছু আর বাকী,
উপযুক্ত লোকের হাতে পড়েছে দেশের
ক্ষমতা, আমরা অপেক্ষায় থাকি।

পারবে তুমি সাজাতে এ দেশ যদি ও
কষ্ট হবে তোমার অনেক বেশী,
কিছু মুনাফিক তোমার পাশেই সর্বদা
ঘুরিবে একেবারে হয়ে দেশী।

সবাইকে সন্দেহের চোখে রেখে আপন
বুদ্ধি নিজের মাথায় নাও তুলি,
চাটুকারিতার দল সরিয়ে গঠনমূলক
সমালোচনার দ্বার দাও খুলি।